Thursday 1 June 2017

দেবব্রত তাঁতী

অসহমর্মিতাঃ


উৎস থেকে বিতাড়িত ঢেউ
আর উড়ন্ত মেঘ 
বিষন্ন রাতের ফাঁকা মাঠের মতো একাকী

দুই পথ দুমুখো 
এক পা অপর পা কে পেছনে ফেলার আশায়
যে পারছে প্রতারণা করে ফিরছে

আসলে সহমর্মিতা  বলে বাস্তবিক কোন শব্দ নেই ।  

নিজেই এক প্রশ্নঃ
দেবব্রত তাঁতী

তুমি কথার ওপর কথা সাজিয়ে 
ভেঙ্গে দাও পূর্বের আলাপন

জানোনা ! মনটা আমার কবেই বন্দী হয়ে গেছে
তোমার গভীরতার কাছে , 
উড়েছে যত শিমূল তুলো
নেমেছে যত রাতের মায়া
ততই বিভোর থেকেছি একাকিত্বকে জড়িয়ে।  

তোমার প্রেমে ডুবতে চাই গভীর থেকে গভীরতর

সত্যিই আমি নিজের কাছে নিজে এক প্রশ্ন
আকাশটা রাঙিয়ে ছিলো ,নিজেকে জানতে 
আর তোমাকে একটু দেখার আশায় ।

2 comments: