Thursday 1 June 2017

সহ-সম্পাদকীয় কলম

জীবনের অনেক ঋণই শোধ করা যায় না;শুধু স্বীকার করা যায় মাত্র। সেই সব অপরিশোধনীয় ঋণের স্বীকৃতিস্বরূপ আমার এই কলম ধরা। যে পত্রিকার হাত ধরে আমার কবিতার আত্মপ্রকাশ সেই পত্রিকার হয়ে সহসম্পাদকীয় কলাম লিখতে পেরে নিজেকে কী বলে সম্বোধন করব নিজেই জানি না। অষ্টম সংখ্যার পর নবম সংখ্যা প্রকাশের পথে "অন্তহীনের"কাজ অনেকটাই এগিয়ে গেছে এবং এর প্রথম কারণ অবশ্যই কবি বন্ধু সুজিতের চেষ্টা এবং আপনাদের ভালোবাসা ও ভরসা। বর্তমান সমাজ ব্যবস্থা যেভাবে সাম্প্রদায়িক মনোভাব এবং হিংসার লক্ষ্যে উঠে পড়ে লেগেছে তাতে আমরা ভবিষ্যতে ধ্বংসের সম্মুখীন হব না কে বলতে পারে! দু'দন্ড জিরিয়ে নিয়ে আমরা যদি একটা কবিতা লিখতে পারি, শান্তির বার্তা হিসাবে সকলের মাঝে তুলে ধরতে পারি তাহলে ক্ষতি কোথায়? জানি না ডারউইনের সূত্র মেনে আমরা আর কতদিন টিকে থাকতে পারবো, তার আগে হয়ত ছারখার হয়ে যাবে ছাপাখানা। তবুও সমস্ত ভয়কে উপেক্ষা করে বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করতে আমরা আজও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি। বাংলা সাহিত্যের বটবৃক্ষ তথা কবিগুরুর ছায়ায় আমরা যে যার মতো সৃষ্টি কর্মে মেতে আছি আর এই"অন্তহীন"পত্রিকা সামান্য চেষ্টা করছে আমাদের সৃষ্টিকে সকলের মাঝে তুলে ধরার। রেষারেষি, হানাহানি, খ্যাতির মোহে আমরা অনেকেই আমাদের সৃজনধর্মীকে বিসর্জন দিচ্ছি। আসুন আমরা সকলেই সৃষ্টির উল্লাসে মেতে আর আমাদের সেরা লেখা পাঠিয়ে সমৃদ্ধ করি "অন্তহীনকে"।সকলেই ভালো থাকবেন,সৃজনে থাকবেন, বাংলা কবিতাকে ভেঙেচুরে নতুন পথ দেখান আর আপনিও হয়ে যান সেই পথের পথিক।




                                                ―     অয়ন মন্ডল       

1 comment:

  1. খুব সুন্দর লেখা।আরো এগিয়ে চলুক

    ReplyDelete