Thursday 1 June 2017

সুজিত মান্না

নজরদারি



প্রতিটা রাত্রি আরো কয়েকটা রাত্রির কথা বলে
সফল প্রতিটা শিকারের পর
বনের ঘাস নিজেদের শরীরের যত্নে নজর দেয়

এমনই এক সন্ধ্যায়
কোনো মাটির মাথাকে ছুঁয়ে দিয়েছি পা দিয়ে
মাটির কণ্ঠে সুর নেই , তাই প্রতিটা খাঁচা আমার দুর্ঘটনা মাপে

আমার পুরাতন গাছটার শরীরে
কাক বাজপাখি কোকিল আর সাপের নিয়মিত বাসা
নিজেদের ছন্দ  ভুলে তারা , চতুর্দিকে টহল দিয়ে বেড়ায়

আমি মরা হলুদ হবো কিনা জানিনা
তবুও এই শিশিরে মাঝে মাঝে দমবন্ধ হয়ে আসে ধীরে ধীরে

জোনাকিরা অন্ধকারে তার বাড়ি আমায় উপহার দিলেও
আকাশ থেকে কিছু কিছু আকাশ
রোজ ভাবি নেমে আসবে ডুবিয়ে নেবে বলে

3 comments:

  1. খুব ভাল হয়েছে সুজিত

    ReplyDelete
  2. ভালো লাগলো কবিতাটি ।
    বেশ গভীরতা আছে ।

    ReplyDelete