বিকল্প কেজি দরে বিক্রি করছ নিজের শরীর, অতৃপ্ত ইচ্ছেদের কল্পরূপ। যা কোনোদিনও করবে না, সেটাই প্রতিশ্রুতি দিয়ে হাততালি কুড়িয়ে, পোষাক খুলছ। তোমাকে দেবী বলে ভন্ডামী করি। আসলে আমিও নগ্ন হতে চাই, তোমার শব্দে আগুনের আঁচ, স্পর্শের লোভে উত্তেজনা। তুমি আর যেই হও... বিষাদকন্যা হতে পারবে না।
ধন্যবাদ অন্তহীন।
ReplyDeleteআহা।সুপার্ব
ReplyDeleteতুমি আর যেই হও বিষাদকন্যা হতে পারবে না... অপূর্ব হয়েছে
ReplyDeleteখুবভাল
ReplyDelete