Thursday 1 June 2017

শানু চৌধুরী

মুখোশ


বেডকভারের প্রান্তে ছাপা মমির শহর। প্রতিটি তন্তুর ভিতরে নালভাঙা সুতো-

অবক্ষয় নীচু হয়ে আসে জড়তার কাছাকাছি।

এসব জ্যামিতিক গুণে হাইপোটেনিউস শ্যাডোরা অবিকল কুয়োর ভিতর  ফেলে দেয় অঙ্ক মুখোশ

অহেতুক প্রতারক এই মায়াময় স্বপ্ন ঝালরবিন্দু পড়ে থাকে টিয়ার ড্রপের মণিকোঠার পদতলে

ফরমান

দরজার ছবি আঁকি আর
প্রজাপতির ডানা ছিঁড়ে খায়-
'আমার আমি'

শতাব্দীর অনন্তদাস পড়ে থাকে লেলিহান শব্দের কুহকে

 মশারির ছায়ায় নেমে আসে ঘুম মুখে-ঠোঁটে মথেদের উড়ে যাওয়া

 রোপন করে ঋষভের খেত
বুকের দলিল ছিঁড়ে চাষের ফরমান

5 comments: