Thursday 1 June 2017

মহাদেবাশা

রেক্সোনা আর সালোকসংশ্লেষের রেসিপি
             

মেঘা তোমার চুলে এখনও আমার রেক্সোনা লেগে
কেন এমন জিলেপির প্যাচে ফাটিয়ে ফেলছো আকাশ

তুমি কি জানো না এই সমুদ্রের ঢেউ 
তোমার নামাবলি গায়
এই সমস্ত চাঁদের শেয়াল খসে পড়ুক
গেয়ে উঠুক তোমার অন্তস্বত্ত্বার ভেলপুরি

এই ফুচকা ফুচকা সকালে তোমাকে ভীষণ
দেখতে ইচ্ছে করে
আমার ফড়িং ফড়িং  ছাদে আরেকবার গোলাপ ফোটাও 

ফিরে এসো ঐ জঞ্জালের ফগ ফেলে
স্নিগ্ধ নরম হাওয়ায় গেয়ে যাই তোমার বুকলাঙ

এই দীঘার সৈকতে তুমি ফেলে দিও রক্তের
ব্যারোমিটার
জাহাজ ভর্তি ফুলের নাইট্রেট থেকে তুলে নিচ্ছি
চেয়ারের সালোকসংশ্লেষ

2 comments: