Thursday 1 June 2017

জয়শ্রী ঘোষ

সোডিয়াম স্টিয়ারেট


সান বাঁধানো ঘাটে আজ ও অপেক্ষায়
ওই মানুষ টি, ধীরস্থির কেউ কেউ  
তার স্ট্যাচুর মতো দেহকে কাপুরুষ বলে থাকে
শরীরে ছাতিমের  উগ্রতা মেখে ছলাৎ ভর্তি 
কানে নিজ মনে বিরবিরিয়ে বলে বুরা মাত্ শুনো 
সাবানের সাথে সহবাস করে ফেনা সহযোগে 
টি-টোয়েন্টি খেলায় হৈচৈ পাড়ার ড্রয়িং রুম গুলি 
বিজ্ঞাপনে কান পাতলে শরীর বলে প্রেম
              সুরভিত  আন্টি সেপ্টিক ক্রিমে
সমস্ত লাভার্স পয়েন্টে হেঁটে যায় 
                      আমি নামক ক্রীতদাস  
নেশাতুর চোখে শরীর মাএই সুন্দর  
   প্রয়োজন বরোলীনের
গাছেদের ও সংসার আছে শেখর বহু দূরে



শক্ত বরফে একট্টা করেছিলাম ইচ্ছে গুলোকে
রাত্রি অ্যাকটা পাঁচ যাকে আমরা সকাল ভাবলে
ভুল হবেনা, বাফারিং হচ্ছে তো হচ্ছেই 
আঙুলে ঝিঁঝি তার পরেই পায়ে
চাঁদ স্পর্শ দাও



জলজ্যান্ত উদাহরণ তারা রা, ফিচকেল হাসি 
ছন্দময় জীবনে ব্যস্ত, সূর্য যখন ঘুমিয়ে, ফ্রেস মুডে সেরে ন্যায় জীবনের হার্ড ওয়ার্ক গুলি 
ম্যাক্সিমাম সময়ে সিলিকন স্বপ্ন দেখায় 
নোংরা জামার স্তুপাকার



তিরতির কাঁপছে কানের লতি, সকালের জলকেলি , কখনো উবু কখনো চিৎ মার্কা
মৈথুনে মৈথুনে আলগা শরীর 
                 মুক্তি  টলমলে
পায়ের ফাঁকে জটিল ডট ডট
সোডিয়াম স্টিয়ারেটে ফাটছে জল

2 comments:

  1. খুব সুন্দর লেখা

    ReplyDelete
  2. দারুণ হয়েছে।রাতজাগা সার্থক

    ReplyDelete