Thursday 1 June 2017

রশ্মি মজুমদার

মুহূর্তরাঃ


মুহূর্তরা একবার উড়ে যেতে চাইলে
ডানা জুড়ে দিই চিন্তায়
আরও কিছু পথ এগিয়ে যাক ওরা
যতদূর সম্ভব নতুন অতীতদের থেকে,
বিকিরিত হোক ডেস্ক মনিটর রিভলভিং চেয়ার কিবোর্ড প্রতিটা আসবাব থেকে
দূরে উড়ে বদ্ধ ঘরের কোণায় কোণায় জমে থাকুক।

মুহূর্তরা একবার চলে গেলে, ফিকে হয়ে গেলে
ফেলে আসা থেকে নাম কাটায়
বুক বরাবর হালকা পাখির দেহ
নামতে নামতে কাটাকুটি খেলায় জিতে যাই
প্রতিদিন সময়ের থেকে বড় হয়ে উঠি
মুহূর্তহীন মুহূর্তরা সদলবলে বাসা খুঁজতে বেরোয় অন্য নামে অন্য চেহারা নিয়ে
মেলে দিই সমস্ত বুক... ওরা ওদের কাজটুকু করে যাক।

2 comments: