Thursday 1 June 2017

মঞ্জু ব্যানার্জী রায়

খুঁটে বাঁধা  সংসার

        

হাওয়া কোনদিকে বইছে বোঝার জন্যে
আমার এক গাছ চুলই যথেষ্ট ।

কেওকারপিনের গন্ধে দুচোখে উথলে পরে একটা সাহারা 
ভিজে চুলে বেজে ওঠে মেঘমল্লার।

রিভার্সে পৌঁছে যাই ইছামতি রিভারে
গামছার দোলানি ঈশারা জাগায়
এপার ওপারে চলাচলে চলে বার্তা
বন্দুকধারীর কাঁধে আন্ডারস্টান্ডিং
কারো আসে কারো যায় ।

পালের হওয়ায় ভেসে যায় সঙ্গম
বিড়ি মুখে ভাটিয়ালি সুর
শেষবেলায় তুমি জানলে না
বুকপকেটে কিভাবে সামলাতে হয়।

2 comments: