Thursday 1 June 2017

কুমারেশ তেওয়ারী

স্থানাঙ্ক 

মিথোজীবীতার কোনো কপাট নেই
তাই বীণা বাজাতে বাজাতে প্রোটোপ্ল্যাজম 
কাছে এসেও ফিরে যায় দুরে

দৌড় থামিয়ে রেসকোর্স দেখে
জানলার শার্সিতে ঠোঁট ঠুকছে যে নীল পরী 
তার ডানায় জড়িয়ে আছে একতারার ছেঁড়া তার

ঘরের যে দেয়াল তাদের কারও জানা নেই
তথাগতর কোলে সুজাতা নামের এক মেয়ে
যেদিন তুলে দিয়েছিল পরমান্ন 
সেদিন বোধিবৃক্ষের চোখের দিকে কেউ চেয়ে দেখলেই
দেখতে পেত তার চোখের তারায় ভেসে ওঠা এক বনচাঁড়াল
কতটা আকুতি নিয়ে খুঁজে যাচ্ছে তুলসীর বন

আসলে যে সমস্ত রাত মিথ সম্বন্ধীয় কিছু খোঁজখবর রাখে
শুধুমাত্র সেইসব রাতই জানে প্যাঁচা স্বভাবে খেচর হলেও
চাঁদের দিকে চেয়ে থাকতে থাকতে প্রায়শই ভুলে যায় শিকারপ্রতিভা

3 comments:

  1. বাহ। খুব ভাল লাগল কুমারেশদা

    ReplyDelete
  2. খুব ভাল লাগলো।

    ReplyDelete