Thursday 1 June 2017

রুমা ঢ্যাং

রুমা ঢ্যাং

অবসন্নতা 

মাস্তুলে আটকে থাকা একখণ্ড কাপড়কে কেউ জিগ্যেস করে নি 
কিসের টানে ত্রিভুজের কোণায় ঝুলিয়েছে শিথিল বাহু। 
নুনের ঝাপটায় তাকেও শিখে নিতে হয় 
মাঝ সমুদ্রে বেঁচে থাকা এবং ভাসা,
ঝড়ের বেগে মরে যাওয়াও।
উত্তাল ঢেউ ভেঙ্গে এগোনোর দায়ভার নিতে নিতে 
বাঁশের আগায় কখনই লেখা হয় না অবসন্নতা!

কুশপুতুল

মুক্তি চেয়ে যেখানেই মিছিলের তোড়জোড় হয়েছে 
একটা করে গারদ-কুশপুতুল পুড়েছে।
রণে ভঙ্গ দিয়ে ছুটেছেন বিপ্লবের জহুরি।

জন্মজয়ন্তী

যদি মিথ্যাভাষণেই হয় লিলিপুটদের জয়জয়কার
তো ঝাণ্ডা নামাও -- 
ধান্দাবাজেরও হোক একটা করে জন্মজয়ন্তী! 

2 comments: