Friday 1 September 2017

অয়ন মন্ডল

কালোঘোড়া


কচুপাতার উপরে একফোঁটা গোলকধাঁধা 
                             টলমল করছে 

আমি ভাবছি, আপনি ভাবছেন সেও ভেবেছিল
কিন্তু বর্ষাকাল এলেই ব্যাঙের গলগণ্ড বেড়ে যায় 

জলজামার নীচে যে সাদা জামা 
তার ইতিহাস বেশ কালো ছিল 

আসুন সবাই মিলে একটা দাবার চাল সাজাই 
যেখানে সবাই কালো ঘোড়াকে বাজি ধরব 



দুইভাগ 


এই বর্ষার রাতে যে ট্রেন কেঁদে কেঁদে এগিয়ে চলেছে
তাকে আমি থামানোর চেষ্টা করিনি কোনোদিন

ইদানীং জানালার কাছে বসে পৃথিবীকে
দুটো ভাগে ভাগ হয়ে যেতে দেখছি

একদিকে আমি ও শ্রদ্ধা ভালোবেসে চলেছি
একই কফি কাপে চুমুক দিয়ে --

টেবিলের ওপারে মৃত মানুষদের কোলাহল...

পুড়ে যাওয়া সিগারেটের মতো একটু একটু করে 
                             ছাই হয়ে যাচ্ছি

শ্রদ্ধা অ্যাশট্রে হৃদয়ে আমাকে অল্প অল্প 
                    করে সঞ্চয় করছে---

দুই-তিন পয়সায় যদি মৃত্যু কেনা যেত

ভালোবাসার দাম বাড়তো হৃদয়ে হৃদয়ে...

No comments:

Post a Comment