Friday 1 September 2017

ফারজানা মণি


সিন্ধু পরবর্তী আকর্ষণ

.
যে সন্ধির 
সূত্র ধরে আমি এগিয়েছি
তারপর বিশাল
                       উপত্যকা

পরাবাস্তবতা
ছবির ক্যানভাসে জন্ম নিয়েছিলো
ছোট ছোট সামুদ্রিক পোনা
.
পাথরের 
উপর
ক্যাকটাস মিলিত হয় 
বরফ দেশের গোলাপি ফুল। 
.
তীব্র নেশার ঘুম
চোখে.....
শরীরের সব কটা জানালা তখন 
মরফিনের ভেতর.....

মরফিন আমার প্রেমিকের নাম




মঞ্চনাট্য এবং সন্ধ্যা



(১)

একজোড়া বৈশাখী সন্ধ্যা আগুন জ্বালিয়েছিলো শ্মশানের কালো কাঠের উপর
মানবিক ভুলেদের ফুরিয়ে যাওয়া হাতে লিখা
কবি ও কবিতা ।
রৌদ্দুর ফেলে দিও - চার কোয়া কমলার রস গলে
সৃষ্টি হচ্ছে আগামী সম্ভাবনা। (যদিও) পুরোটা শুধুই আমাদের 
                                       বর্ণিল বালুকাবেলার প্রেম। 


(২)

নিঝুম পাখিগুলো ঠোঁটের তুলিতে 
পুড়িয়ে দেয় – উন্মুক্ত গাছপালার অদৃশ্য আড়াল।
তপ্ত বাড়ির ছাউনিতে গুটি গুটি জন্মে বেড়ে ওঠে সবুজ জোছনা...

যে আলোয় সূর্যকে আমাদের অপরিচিত লাগে। (ঈশ্বরের অনন্তনিদ্রা) 


(৩) 

যাদের জেনেছি ভাঙা বোতলের মতো
তারা আজ ... পরকীয়া দম্পতি।
বিছানা খুললেই দেখতে পাবে 
                 আকাশী মৃত্যু।

1 comment:

  1. তিন নম্বর কবিতাটি বেশ আনন্দদায়ক

    ReplyDelete