Friday 1 September 2017

দেবযানী বসু

ভুখা জমি
ইচ্ছেডানার খাম আর ইচ্ছেঝরানো ঘাম ট্রাপিজ খেলার শূন্যতা মাপে. পাকদন্ডী মেপে মেপে উঠছে ফেসবুক. এলাকায় সগৌরবে বেঁচে তিনটি আমগাছ. ব্যক্তিগত হাওয়া. জল. টাকার কালনেমি বিচারে. আবহাওয়ায় লাগা বন্ধ্যা. ক্রস এন্ড নাট খেলছে চতুর্থ গাছটির সম্ভাবনা. 



কেজোমি

বালিশে কথা পোরার বিকেল.দুশো ছয় সংখ্যক হাড়ের প্রাচীন শব্দলিপি খুঁজে মরি রোজ.কুহকের হকদারিও ছাড়ি না. তোমাকে তাক করতে পারি তুক তো সম্ভবই না. রহস্য রহ হে চিরসখা. বহু বাস্তব আঁশহীন মাছ হবে কি করে. আমি আঁশ পরাই নিজেকে সাঁঝ উঠোনে এলে.

No comments:

Post a Comment