Friday 1 September 2017

পার্বতী রায়


জালিয়াতি

এবার কি খোলস ছেড়ে বেরিয়ে আসবে
স্নেহময়ী জাতিস্মর রুমাল
চোখের সামনে বিন্দু বিন্দু জল জমছে
মাটির কি দোষ ?
ফেলে আসা , ভুলে যাওয়া
সময়ের পার্বণ
আমার সমস্ত শরীর যেদিন গভীর হবে জলাশয়ের মতো
কোনো এক সফল কলাকার খুলে দেবে দৃষ্টি
তুচ্ছ তুচ্ছ জালিয়াতির
উই পোকা অভিযানে
স্বপ্নের সকাল হয় না


অগুন্তি তারার ভীড়ে 


মনকে আকাশ দিতে গিয়ে 
        উদার হতে শিখেছি 
কাটিয়ে উঠেছি সম্পর্কের মোহজাল 
ঘন শ্যাওলায় ভিড়িয়ে দিয়েছি পিছুটান 
এখন বাস্তব থেকে কসাইখানা বেশী দূরে নয় 
 মলিন হাসির পিছনে কিছুটা   অমাবস্যা 
প্রান্তিক জানালায় খুশীর খবর নেই 
বাতাসের নীরবতা ভেঙে দিও না  অগুন্তি তারার ভীড়ে মিশে  যেতে চাই 

No comments:

Post a Comment