Friday 1 September 2017

মুরারি সিংহ



বিন্যাস



আজ আবার প্রিয় চাঁপাগছটিকে নিয়ে
লিখি সাদা রং

 সান্দ্র-শরীরের প্রবাহে গাঁথা অবাক সুরালোক
          কিছু স্নান ছড়িয়ে আছে এলোমেলো
কিছু চোরাবালি চক্রান্ত ও মুখোসের পুজো

 এই যে সাজানো-গোছানো সংসারে রোজ রোজ
খেলার পুতুলেরা নড়েচড়ে অর্থহীন
        সেইসব ডুবও তুলির টানে মুছে যায়

 ফোয়ারা উপোস করে আছে
কুমড়োফুলে দ্রবীভূত বালিকা-বালক

 বাদলমেঘের মুদ্রাদোষ ও মমির রাজত্বে
আজ কিছু নীরব বিন্যাস
আবার ভাসিয়ে দিলাম
বহু দূরের নদীটিতে





ক্লাসিক


আর একটি রাত্রি অতিক্রান্ত হল
মাকড়াশার জাল ফিরে এল
নক্ষত্রদের ক্লাস থেকে
গায়ে নিয়ে শিশিরের জল

তুমুল গন্ধ নিয়ে ফিরে এল শিউলিরা
সকালের রোদ ও হাওয়ায় লেখা হল
        কিছু আত্মীয়তার রিহার্সেল

 কোনো এক ডুবজল থেকে দু-পঙক্তি টগবগ
এটুকু রাস্তা পার হতে
        মাথায় কি আকাশ ভেঙে পড়বে

বড়ো জোর পিছু নিতে পারে
কিছু নিবিড়তা কিছু ঘনিষ্ঠতা
           এবং সামান্য অভিমান

 তাদের ফুচকা-জলে স্নান করিয়ে
তুমি না হয় চলে এসো
কোনো ভ্যাকুয়াম ক্লিনারের কাছে

সেখান থেকে তোমাকেও তো এবার
যেতে হবে
তোমার অতিপ্রিয় রোদচশমার ক্লাসে 

No comments:

Post a Comment