Friday 1 September 2017

আফজল আলি

প্রিয় তোলপাড়
               


ঘুম চুরি করে ঘুমিয়ে পড়ার পর দেখি পিছনটা ফাঁকা 
সমাজব্যবস্থা কি একইরকম আছে , প্রিয় তোলপাড়

আমার অভিবাদন গ্রহণ করো
আমাকে পাওয়ার অফ এটর্নি দিও না
ঘুমরাজ্যের দেশে কত কী আনন্দ আছে
দেখে নিই এখন

মোমবাতিগুলো , হ্যাঁ হ্যাঁ মোমবাতিগুলো জ্বেলে দিচ্ছো কেন
ঘুমের হাসিগুলো বড়ো বিরক্তকর 

আমি কান্নার কথা ভাবছিলাম কাল খুব খুব
আর ভাবছিলাম কামনা একটি রঙিন প্রজাপতি 
যেন উড়ে গেলেই ধ্বংসের উপর নির্মাণ হবে সুখ

            হৃদয় আচ্ছন্ন 
যন্ত্রণার বালিহাঁস অনেক উপরে উঠেছে
এসো বিবৃতি করি যা কিছু সঞ্চয় 
হ্যাঁ ছিল সেই প্রবল , যাকে তুমি ঝড় বলছ বেপরোয়া
কী ভাবব এখন
               


স্বরবর্ণগুলো মুখস্থ  করো না
বানান বিষয়ে তোমরা খুবই দুর্বল
ছন্দরসিকের গায়ে পিরিত ছিটিয়ে
চলো একটু বোহেমিয়ান হয়ে ঘুরি

নদীর নাব্যতা কমে যাচ্ছে , অল্প বর্ষণেই বন্যা 
খুব সাধারণ থাকার চেয়ে আমার বুকের ব্যামো
ওহ , কী কেলেঙ্কারিই না ছিল
সিঁদ কেটে বৃন্দবনে ঢোকার আগে পাশওয়ার্ড ভুলেছিলাম
সারারাত  কাঁদার পরে আসলে যা বুঝলাম 
পৃথিবী ঠিক গোল নয় , দুদিকে  চাপা

আমার মামাও সে কথা বলত
তখন বুঝতাম না কমলালেবুর  গন্ধে কারো বাণিজ্য বাড়ে
কিংবা ফসফরাস জ্বললে জোনাকির অভিমান শুধু গাছের পাতায় থাকে না

তাহলে এখন কী নিয়ে ভাবব 
এবার পুজোর জামাপ্যান্ট ? ইদের কেনাকাটা  ? 
এই জন্মের পাপ চালান করে দেব গঙ্গায়?

আরে ছাড়ো ইয়ার , আমাদের অনুধাবনগুলো খুব মস্করা করতে চায়
কী করবে বৃথা  বিছানার চাদর পাল্টে এখন

11 comments:

  1. রুমা ঢ্যাং1 September 2017 at 00:57

    দারুন। দ্বিতীয়বার পড়লাম

    ReplyDelete
  2. রইলো একরাশ মুগ্ধতা।

    ReplyDelete
  3. মুগ্ধতা একরাশি আর ভালোবাসা অফুরান

    ReplyDelete
  4. দারুণ লাগলো দাদা।

    ReplyDelete
  5. Ranjan Chatterjee2 September 2017 at 21:35

    সত্য‌ি বলত‌ে কী, যত পড়‌ি তত শিখ‌ি

    ReplyDelete