Friday 1 September 2017

তনিমা হাজরা

ছাইয়ের ভেতরে আগুন


যে মেয়েটি প্রেমের কবিতা লিখত,
সে এখন কোমরে ছুরি রাখছে,
বইয়ের পাতায় মুড়ে রাখছে বারুদ।

যে মেয়েটি পুরুষের চোখে প্রেম খুঁজেছিল
সে এখন কুহকিনী হয়েছে।

অন্তর্বাস খুলে তারা সবাই বার করে আনছে
পিষে যাওয়া গোলাপের পাপড়ি।

তারা তো হৃদয় দেখাতে গিয়েছিল,
ওরা কেন যোনিতে এমন দুঃস্বপ্ন দিলো???? ত নি মা।



সখা হে


বিন্দু চাইতে বৃষ্টি দিলি, 
মুঠোয় দিলি ঢেউ,
এমনিভাবে সাগর হতে
আর পারেনি কেউ।

মুক্তি চাইতে আকাশ দিলি,
মুঠোয় দিলি নীল,
এমনিভাবে দিন যাপনে 
কেউ করেনি সামিল।

বাঁধন চাইতে দুহাত দিলি
মুঠোয় পিছুটান,
এমনি ভাবে প্রাণের সাথে
কেউ বাঁধেনি প্রাণ।

শব্দ চাইতে হাসি দিলি
মুঠোয় দিলি ঝড়,
এমনিভাবে বুকের ভেতর
কেউ দেয়নি ঘর।।।।ত নি মা।

No comments:

Post a Comment