Friday 1 September 2017

রিম্পা নাথ

চোখের পালক


বরফে ব্যস্ত হয়েছে শরীর
এখন আর আগুনের খোঁজ নেওয়া যাবেনা
কতোটুকু জানো ঠান্ডা সমীকরণ
ধীরে ধীরে লীনতাপ উপচে পড়বে
চারিদিকে শুধু হাইড্রোজেন আর হাইড্রোজেন
সবাই এসে অক্সিজেন বয়ে চলেছে
একে একে বিশ্লেষিত হচ্ছে
কাঠকয়লার দাগ কাটা চোখের পালক ।


পাতাদের গোপন কথা
               

এই সবুজ মাটিতে চোখ পাতিয়ে
আমি পাতাদের ব্যাক্তিগত কথা ফাঁস করতে চাই
তারপর অনুঘটকে ভেজা ডালে তাদের নাম লিখে 
একেক পাতা শুদ্ধ প্রকৃতি রচনা করব
দরদি প্রজাপতি রোজ একবার
নিজেকে ফুলগুলোতে ত্যাগ করবে
পরাগরেণু উড়ে উড়ে প্রেম রচনায় থাকবে
 ব্যস্ত সমীকরণ 
একদিন শূন্য থেকে ভেসে আসা বেগুনী চোখ
তাদের চুষে চুষে নিঃস্বঙ্গী মরুভূমি দেখাবে ।

6 comments: