Friday 1 September 2017

রঞ্জন চট্টোপাধ্যায়

ওঁ শিবায় নমঃ 


আমাদের ড্রয়িংরুমে
এখনও পর্যন্ত কোন এয়ারপোর্ট নেই

আকাশ থেকে নামতে হলে
সামনে দো দুয়ার
পিছে দো দুয়ার

ধরো সামনের লোকটি উৎসমনা

আর ভরদুপুরে তোমারও একটি
বৎসমুখী প্রেম চাই

আমার পিগি ব্যাঙ্কের খুচরো বেকসুরগুলো
অগোচরে তাই তৎসৎ

ওঁ শিবায় নমঃ

নিবেদনের শালপাতাটি
কমসে কম

এখন সমুদ্রের নিচে
নিঃস্বে হোক উৎসর্গ

তাহলে আগে থেকেই  তাল কেটে রাখি

পরিখার  বিপরীতে
আমি তো আছিই

আধঘন্টা ধীরে
তুমিও কাছে এসো


দাঁড় টেনে গেছি স্রোতবরাবর



পা পাল্টে দাঁড়ালে
আমার  দাঁড়ি জীবনের
গুণগত তাপমান নিয়ে
অনেক হালখাতা হয়

কমা, পূর্ণচ্ছেদের ওপর
হাওয়ামহল পালগুলো

মন ঘুরে গেলে
একটাই দিকচিহ্নহীন আন্তর্জাতিক রাস্তা

ঝাউগাছের রোদ্দুর
মাইলস্টোনে ছায়া ফেলে না

অথবা ফুটপাথের ওপর দিয়ে
ওই যে আবর্তহীন আপাতসংরক্ষণ

ঘুমোনোর আগে পর্যন্ত
চলতেই থাকে
চলতেই থাকে

দাঁড় টেনে গেছি স্রোতবরাবর
নবরাত্রি  ছিল তোমার হাতে

নাকি এগুলো  নিটোল
স্বপ্নভাঙা কলার টিউন

ফলতঃ আমি এখন টয়ট্রেনের
মহাজাগতিক রশ্মি

1 comment: