Friday 1 September 2017

নবকুমার পোদ্দার

জীবন




একটা ঘর আলোর সঙ্গম
আমার পাশে পাশে থাকে

আয়না বলে দেয়
জীবনের শেষতম আসবাব


একটা আচ্ছন্ন প্রান্তর
ফুলের প্রিয়

          এসবের পাশে 

                     অভিমান...








নিরীহ অধ্যায়




অক্ষরের মতো সুন্দর এই দেহ
এই দেহ পরমহংসের চরাচর
ভাসিয়ে দিলাম রঙে,ধ্বনিতে
শব্দ,পয়ার আদি সুন্দরে

সমস্ত নীরবতা।সমস্ত স্বীকার
বিশ্বাস । ক্রমশ দাবানল।

লক্ষাধিক আগ্রহে ঘিরে রেখেছ যে দেহ!
আকাশের জোছনার মতো যার পরিধি;
তাকে বাঁধতে এই অনাবিল অত্যাচার :

ক্ষমা করো প্রভু-

পাখির ঘরে আমার মনস্কামনা সাজিয়ে দিও।

2 comments:

  1. বেশ ভালো রে। কিছু কিছু লাইন মনে রাখার মত

    ReplyDelete
  2. তোর সেই কোরিওগ্রাফি আবার দেখলাম।ব্র্যাভো

    ReplyDelete