Friday 1 September 2017

স্মৃতি রায়


ওরা আমার অচেনা

গলগল শব্দে হেঁটে আসা মেঘেদের স্টেশন অনেকখানি সমতল,ধীরেধীরে দ্বিতীয় ,ঝাউবনের রাস্তায় -
দিনের আলোয় আজকাল হরিণ লিখতে গিয়ে চোখ হয়ে যাচ্ছে,অসমাপ্ত
শস্যক্ষেত মূল্যবান সাইকেলের ডাকনামে বিলীন -
দুঘর ভর্তি অনুশোচনা ঠাঁয় দাঁড়িয়ে
ডাকাডাকিতে নিমতলা ,বিশেষ কারোর ভালোলাগেনা --
কথা হওয়ার শিল্প তুমি কানে শুনতে পাওতো?
মগজের ভেতর কত ধ্বনি !
ফুঁ দিতে গিয়ে চুড়ান্ত সিঁড়ি এলোমেলো করে ফেলি|





ক্ষণিক ইতিহাস

স্তরে স্তরে চিহ্নগুলি ফিরে আসে নীরবে .
নির্দিষ্ট তাপমাত্রা মেনে একাঙ্ক রাত্রি.
আমি দেবতা ভালোবাসি-
ভুক্তভুগী মূর্তি নিয়মিত শিশির লেখে ,পুনরায় বৃষ্টির ঘামে-
সড়ক পেলে কীটপতঙ্গ ঘুমিয়ে পরে
নারকোলের গন্ধে-
প্রীতিবেশীর ঢিল,পূজার মতো
ফুটেওঠে ফর্সা ভোর.
আমি বলিনি সকাল হলেই বিছানা গোছাতে!

No comments:

Post a Comment