Friday 1 September 2017

অমল বসু

উত্তরাধিকার


বসার ঘরে কোমর থেকে চূড়া পর্যন্ত শিব-পার্বতীর মূর্তি
ইতিহাসের অগোছালো পথেই পড়ে আছে বাকি অংশ
কষ্টি পাথরের শিব-পার্বতীর মূর্তি ঘিরে অনেক প্রশ্ন
তৃপ্তির হাসি ছড়িয়ে মাথা নাড়ি   
রত্নাহার দিঘির হৃদয় খুঁড়ে তুলে আনা উত্তরাধিকার
হঠাৎ দেখি যায়গাটা খালি!
কী এমন হল, তাঁরা কি উড়ে গেলেন কৈলাসের পথে?

জয়সলমীরের সবুজ উট জোড়ার পাশেই
কন্যাকুমারীর হাতির পাল, পুরীর একসারি কনেবউ
উটপাখির ডিমে মিশরীয় কারুকাজ
মশাল হাতে স্বাধীনতার সবুজ নারী মূর্তি
মাদাম তুসোর হলিউড স্মারক
বেলজিয়ামের বক ছড়ানো থালায় জব্দ, স্থির ডিসকাস
ধ্যানমগ্ন বুদ্ধের চৈতন্য ফেরাতে বাঁশি হাতে রাধাকৃষ্ণ
কাচবন্দি হোয়াইট হাউসের দরবারে দেবী সরস্বতী
সব মিলে মিশে আছে
শূন্যস্থান ঘিরে হাজারো প্রশ্ন, উত্তর একটাই- নেই।

মেয়ে গণেশের কালো মূর্তি এনে ঢেকে দিল প্রশ্ন
তিনি আনতে চেয়ে ছিলেন রামভক্ত হনুমান
খালি পড়ে রইল আমার উত্তরাধিকার




মনোরেল


ডাউন হাওড়ার পথ চেয়ে
বুনিয়াদপুর ক্রসিং-এ পড়ে রইল তেভাগা এক্সপ্রেস
মনোরেলে পাথর ফেলে পাতা ইস্পাতের লাইন নেই
নেই সিগনাল- মুহূর্তে পার আটলান্টিক
পোটম্যাক নদীর পাড় কেনেডি সেন্টারে কনসার্টে
ভেসে আসছে নায়াগ্রার অজস্র জলকণা
কংসাবতীর বাঁকে এক সবুজ গ্রাম, আষাড়ি বাঁধ
অর্জুন তেঁতুল বাঁশঝাড়,পুকুর পাড়ে দিদিমার ঘর
ধানের গোলা ঘিরে খড়ের আটচালা
চালের নীচেই পাটাতনে ইঁদুর দাঁড়াশের দৌড়
খাঁড়ির পাড়ে এলিয়ে পড়া বট গাছে শীতের দুপুর
ওফেলিয়া মালা গাঁথার ফাঁকেই চোখ তুলে দেখে
সবুজ দিগন্ত চিড়ে উঠে আসছে এক ঘোড়সওয়ার
ঘোড়ার ক্ষুরে ঝাল মুড়ির কৌটো বেজে ওঠে
শৈশব ছিপে দোল খায় সরপুঁটি
লাল কাঁকড়া গর্ত ছেড়ে বেরুতেই- ট্রেনের সিটি  
আতা গাছের ফাঁকে ঘরের সিঁড়ি, অপেক্ষার আলো  


1 comment: