Friday 1 September 2017

হরিৎ বন্দ্যোপাধ্যায়

স্বপ্নের ভেতর




এখন রোজ রাতেই স্বপ্ন দেখি
কোনো কাহিনী নেই
কোনো চরিত্র নেই
শুধুই অন্ধকার ------ চাপ চাপ অন্ধকার

বুঝতে পারি কোথাও ভুল হচ্ছে
আমারই প্রবল চাপের কারণে
চারপাশের গাছপালা যাচ্ছে শুকিয়ে

রাস্তায় কে বলবে ------- আমি ভুল
আমারই ভুলের কারণে নদী গতিপথ পাল্টায় 

ঘুমের ভেতরে চির-উপেক্ষিতরা আজ সরব
সামনে কেউ কিছু না বললেও
আমি বেশ বুঝতে পারি
চারপাশ থেকে অন্ধকার আমাকে ঘিরে ধরছে ।


                          

সংখ্যা





আজকের জীবন তো সংখ্যা
বুকেতে সংখ্যা নিয়ে ছুটবে
সংখ্যা ভারেই যাবে এগিয়ে
সংখ্যা সঙ্গে রেখো ঝুলিতে

লেখাপড়া ধরা বাঁধা সংখ্যায়
মানুষের নেই নাম গন্ধ
সমাজও তো বাঁধা আছে সংখ্যায়

জীবন ফুরিয়ে গেলে সন্ধ্যায়
সংখ্যার নেই নাম গন্ধ
ঝুলিতে দেখবে শুধু শূন্য

একা তুমি ভেসে যাবে সময়ে ।

No comments:

Post a Comment