Friday 1 September 2017

উদিত শর্মা


 পোড়া রুটি



প্রতিদিনের নষ্ট শিরোনামে যে অচেনা আধূলি,
চলার বাঁকে বাঁকে কিছু দেনা ফেলে রাখে।

সবকটা বোতাম খুলে দিলেও ঘামে ভেজা সার্ট
শরীর ছাড়ে না কিছুতেই।
জীবন আসলে ----
ত্রুটিপূর্ণ মানুষের মিলিত সহাবস্থান।

পোড়া রুটির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েও দেখেছি
অনভিজ্ঞতার কম্পাসে প্রেম বৃত্তস্থ নয়।

আপাতত ট্রাম্পেটে ভাটিয়ালি শুনে দেখি যদি
কোনো চন্দ্রবাঁকা মধুমাস নতুন পোষাক আনে।



 ঘুড়ি



আমি দেওয়াল ফুড়ে সুতো ছেড়ে চলেছি
ঘুড়ি বানিয়েছি আকাশ কেটে।
ভাষা দিয়ে চেতনা আঁকা হলেও
সব ফুল কথা বলে না --
কিছু শুকিয়ে যায়, কিছু পোকায় কাটে।
মাছের উল্কি বুকে, ঘুড়ি উড়ে চলে সারারাত
মশারির কান্নাকে উপেক্ষা করে --
বিলি কেটে যায় হিজিবিজি
বাতাসের গভীরে।

1 comment: