Friday 1 September 2017

দীপ রায়

দুরন্ত জানলা


হ্যালো লিটিল ফাইটার
কেমন ছিল তোমার আজকের সারাদিন
কোথায় ছোড়ে গেছে দেখাও
ঠোঁটের কোণে যে লেগে তাজা মাইক্রোক্রমের লাল

তোমার কব্জি এখন এগোচ্ছে ধীরেধীরে
মুঠোয় ধরা হট হুইলসের চাকা
আর ওই ট্রাজেক্টরীর ভিতরেই
 মেঝেতে একদল ভ্রূক্ষেপহীন পিঁপড়ের মিছিল
তোমার কব্জি এখন এগোচ্ছে প্যারালেলি...

এই যে দুরন্তপনা ছেড়ে আপাতত স্থির বসেছো
আমার কথা তুমি চুপ করে শুনছো
আমি টের পাচ্ছি একটি ভিন্ন এরিনা,
কিছু রঙিন পর্দা আর একটি উজ্জ্বল সূর্য
যারা কিনা তোমার এই পাশ কাটিয়ে যাওয়াকে
নীরবে পূর্ন সমর্থন করছে...
ক্রিমেটোরিয়াম 


সাদা এপিটাফ নিরন্তর রোদ মাখে
বলা ভালো রোদ একরকম
নিজেস্ব নিয়মেই প্রবেশপথ চিনে ফেলে...যত আস্তেই পা ফেল না কেনো
শুকনো পাতাদের মর্মর জানানি দেয়
যেমন পাশ কাটিয়ে চলে গেলে নিরীহ সাইকেল
আড়চোখে তাকায় মৌনমিছিল, বেলের ব্দে..

2 comments: