Friday 1 September 2017

বিপ্লব গঙ্গোপাধ্যায়

পারস্পরিক


দৃশ্যের আড়ালে  রাখি   আগ্রহী চোখের ঘুড়ি,
নীল  সুতো, জড়িয়ে রেখেছে তাকে সুসংহত  উড়নপ্রনালী
বাতাসে সাঁতার কাটে  দীর্ঘতম পথ
এ পিপাসা
আলোমুখে তৃষ্ণার্ত কুহক
আধপোড়া বিড়ি  , না  বলা কষ্টের মত অভিমান
একসময় নিভে যায়  গন্তব্য হারিয়ে

প্রস্তুতি এলে   ভাঙনের  প্রতিভাসে ভেঙে  যায় ঘুম
আহত  স্বপ্নের  পাশে ঘুড়ি  ওড়ে
নিরুত্তর  নতুন প্রতীকে।

পারস্পরিক  এই  বন্ধুতার শিহরণ
পথ খোঁজে  ডানার দহন
স্রোতের ইঙ্গিতে নেভে দেখি ।


প্রোথিত  শিল্পভাবনা


যেভাবে ভাবনা আসে
চলে যায়  ধীরে ধীরে      বিস্মৃতির   ধুলোমুঠি   উড়ে
বাড়ির পুরানো  খিলানগুলি
ম্লান  হয়ে  শুষে নেয়  স্তব 
আমার দরজা খোলা
চারণভূমির  অসীম  দিগন্ত  জানালার পাশে

সারাদিন  ঝরাপাতা
সারাদিন  রূপান্তরকামী  স্বর  বদলে বদলে যায়

তবু  ভাবনা ভাবনাগুলি গাছ হয়ে  বেঁচে  থাকে
মাটির গভীরে  ।

No comments:

Post a Comment