Friday 1 September 2017

মঞ্জু ব্যানার্জী রায়

শিরোনাম বনাম হাউস বদল
  

পোশাক বদলে যাচ্ছে
রঙ রুচি রাত পাল্টে পাল্টে
আজ সব হলুদ
হলুদ আসলে জন্ডিস উঠে আসে
লিভার চায় বিশ্রাম
কিন্তু কেস যখন জন্ডিস
তখন  নির্দ্ধিধায় মস্তিকে চাপ
  নিঃসন্দেহে ঘুম যায় ছুটে ।
আবহাওয়া দপ্তরের আগাম বার্তাতে বুড়ো আঙুল দেখিয়ে ঝলক ঝলক বৃষ্টি
ভ্যাপসা গরমের সাথে  চলছে নানা উৎসব
সাথে প্রতিযোগিতা কে কাকে নাবাবে
বা কে থাকবে শিরোনামে ।
একটুকরো সাদা পাতায় কয়েক টা আঁচড়ে
রাতারাতি  ভিন্ন জলবায়ু  মহীরুহে
উঠে আসছে যশ ,অপজশ
মাঠে  প্রথম সারির খেলোয়ারের শ্যাডো প্রাকটিস
পিচে থাকার লড়াই
কারো ঝুলিতে সেঞ্চুরি
নয় জিরো  বোল্ড আউট ।
একটানা বৃষ্টির পর ভ্যাপসা কেটে যাচ্ছে আপাতত একটু রোদের আশায় 
চারা গাছগুলো  উপরমুখো ...


বজ্রআঁটুনি 

একটা সিন্ধুক যেমন অনেকখানি আভিজাত্যের চিহ্ন রাখে
তেমনি অভিশাপের গন্ধ  ছড়ায়
দেনা পাওনার ভারে সবটাই আঁটোসাঁটো
লোহার ঘেরাটোপে জং ধরা লক
খোলার সময় যে শব্দ আনে  ক্যা ...  চ
তাতে লেগে আছে দম্ভ
সব গচ্ছিত আজ অর্থহীন ।
বেপরোয়া জীবন যে সুখের খোঁজে অপরাধের  ভর্ত্তি ঝুলি টানায় লোহার গারদে      হারিয়ে যায়আলো , স্যাতস্যাতে গ্লামারে জন্ম নেয় ব্যাকটেরিয়া
অপেক্ষা বয়ে আনে শুদ্ধিকরণ
অভিজাত পরিবারের সন্তানের লাম্পট্য জীবন সাধারণ পরিবারে যে বার্তা আনে
তা আর যাই হোক সেখানে কোনো সিংহাসন থাকে না
দড়ি টানাটানি তে একটা শক্ত দড়ি র থেকেও একটা মজবুত কোমর দরকার হয়।
আমি চিরকালই পরাজিত
আমার  বজ্র আঁটুনি অভিধানে পরে থাকে
ফস্কা গেড়ো .....

No comments:

Post a Comment