Friday 1 September 2017

দেবাশিস মুখোপাধ্যায়

শ্রাবণ ১


আড়ষ্টতা নিয়ে পড়ে
বিকেলের বেনামী দেহ
কাল খুব বৃষ্টি
এতো শুকনো যে
কোথাও নেই জলের দাগ
কি বোকা বোকা কথা
তুমি বসে আছো
অথচ অকারণ খতম
হয়ে গেল অনেকটা সময়
এখন তোমার মুখের কাছে
বারোয়ারি চাঁদ
বাদাম ভাঙার মতো
ধীরে ধীরে মেঘ ভেঙে যায়
ম্যাটিনি শো এর পর



শ্রাবণ ২


মেঘ দেখলেই তুমি
কৃষ্ণ কথা পড়ো
দেখি তোমার গালে
বৃষ্টি রেখা দাগ
তারপর তোমার মাইয়ে
গুঁজে দি মুখ
তুমি গোপাল গোপাল
করে ওঠো
আর দ্যাখো বনের ময়ূর
কেমন পেখমে পেখমে
বর্ষা ছুঁয়ে যায়
ভেসে গেছে সব কীর্তন
তবুও ঠোঁট নাম গায়
সর্বহারা রাধারাণী মুখে
যশোদা পৃথিবীর মাই শোষে
মা -হারা হরি
বোল ওঠে বন্যার
দারুকাষ্ঠে সেই তো শেষ আশ্রয় 

No comments:

Post a Comment