Friday 1 September 2017

রাহুল গাঙ্গুলী

ইথার ভোল্টেজ

(১)
চুপসানো বেলুনের পকেটে
পেচ্ছাপের চূড়ান্ত গন্ধ পাই।আষাঢ় (-) যৌবন
মেরুনের ২য় পক্ষে যতটুকু কালো
এসো।ফসফরাস মাখাই।বলি আকারহীন বুদবুদ


(২)
হাত নাবিয়ে পেড়ে আনলাম স্টেশন
প্রবল ঝাঁকুনি সত্ত্বেও কল্কীরঙা গর্ভস্থ জবা
ম্যানহোলের গাঢ় জল।থকথকে ভ্যাপসা
চোখে পড়ছে নরম পালক-স্পর্শ
কঠিন বিয়োগের যোগ।আমাকেও জড়িয়ে ফেলুক


(৩)
যথেচ্ছ ভুল।গলাপচা লাশের চোখ ও পাইরিয়া
যথেষ্ট শীতশীতে আঠালো প্রভাব।হয়তো বাসি রুটি
মহল্লা পেরোলেই শুয়োরের কাটা পেটে আরশোলা
বাতাবি অভিযোগ গায়ে।বরফের আলপনা
কেউকেউ সন্ধি ছেড়ে নরম মায়াবী দাবি
নিয়ে এসো পালক।খেলা যাক একটু চাঁদজাতীয়


(৪)
নাভিছাপে ভবিষ্যৎ জুতোফুল
আগামী নিমফলে : নিম নেই।গর্ভস্থ নিম।ঋতুস্রাব
বুনো ঝোপে হুল্লোড় হোক।নির্জন সময়ে বসি
চুমু খেলে পোড়া পাথর।ছারখার আগুন
নিটোল রজনীগন্ধা নিটোল পিয়াসায়


(৫)
সাইলেন্সারে নীল শরীর বারবার নীরা
অতএব চন্দনফোটার আগেই ফাটছে স্যাটেলাইট
মৌ-চামড়ায় সৌর আহ্বান করলে : থতমত
২৪ পিস্ ট্রিগারে সূর্য।খাবার হিসেবে টলমলে ঘিলু
মগজের প্রি-ফর্মে পুজ রক্ত ঘাম চাপ।বিন্দু বরাবর
আষাঢ়ের গোটা ভুল।বৃষ্টির জেনেটিক্স।জিওসায়ানাইড


(৬)
সাবালক অপরাধগুলো বাড়ছে
বহুগামি গুহাবৃত্তের চুনাভো দেওয়াল
ব্যস্ততম চীনামাটির ফুলদানী : ঘনত্ব বাড়াচ্ছে ছায়া
ক্রোমোজোমের ধারকতায় আদিম ঘোড়সওয়ার  
স্রেফ তোমাকে নষ্টের পর কুটিকুটি ব্লটিং
সোনার খনির হাতছানি : স্ফটিকের গম্বুজ এড়িয়ে
নিষিদ্ধ আপেলের ব্যালকণি মুছে ফেলি
পীত ঋনাভ আবহওয়ার পচনশীল সার
পেড়ে আনি আলাদীনের ব্যক্তিগত ফসলের আতর




"নাব্যতায় অসীম"

ইনসেন্ বিবলিওগ্রাফি
-----------------------------------------
কাচেকাচ ঘষলে : ক্রমশো ৫১বর্তী পরিবার
কাচ পোড়ে।পোড়া কাচ : সংরক্ষনে নামহীন
খোজা ভালো পরিচয়।প্রত্নতাত্ত্বিক খোঁড়াখুঁড়ি
নাভিমূলে ঠিকরে লাগা পরজীবী শিকড়ের মুখোশ
বুঝতে গেলে : অসহায় শিশ্নজাতীয় জঙ্গিপনা
বাতাবী বাতাবী রং।বাতাবী বাতাবী গন্ধ
বিস্ফোরকের আড়ালে শানানো ছোবলের ভূত
কে যেন ছড়িয়েছিল : ছিলিমের টুকরো টানে
আয়নাকেও সীমাবদ্ধ করে ফেলা যায়
মেশাতে হবে আড়ি + ১ফোটা ম্যাজেন্টা ঔরস স্রেফ
ড্রপওয়েলে চারিয়ে দিয়েছি ঐতিহাসিক বাইবেল
বুনোপাতায় ঘাম-দুরত্বহীন অউকাত্



কথা রাখতে পারলাম না।তবুও
-----------------------------------------
২পাশে মেঘগভীরের মতো খাদ নেমে গেছে
যদিও বলেছি।এসো কৃষ্ণচাঁদ : সঙ্গ দাও
স্যাঁতস্যাঁতে গা।বর্ষায় অনুমতি হয়েছো অনেকখানি
পাশাপাশি গুহা।চুঁইয়ে পড়ছে চিচিং ফাঁক
মস্তো বড়ো ফসিলের পাশে = ২/৪ পিস চিঠি
লিখবো না।কালি ফেলে দেবো (মেরুন)
বলবো না।শব্দ ছুড়ে দেবো (আদিম)
ইথারের ভাঙা বই।বলবো না : ঠকাতে চাই
আত্ম-ইস্তেহার এসব।অনাব্যে অনাবিল ছাই
পোড়ালেও নাভি বেঁচে থাকে
দাফনে ওড়ে কুচকাওয়াজ
বোলো না।চরিত্র ছিঁড়ে ফেলে বাউল
তোমাকেও মেঘ ছিঁড়ে দেবো আগামীকাল


অকোবিতা
-----------------------------------------
কে বা কারা কহিলো দূরবীন অন্তঃসত্ত্বা
রাজা কহিলেন : রাণী 
তোমার চেয়েও উহারা দৃষ্টান্তমূলক সতিচ্ছেদ কেনো
রাণীর ভার্সান : পিছনে তেজস্ক্রিয় ভারসাম্য
হে রাজন্। আপনার শিশ্ন বড়োই বৈঠকি আড্ডার মতোন
কি কু কহিতেছো রাণী।আপুন দন্ড ঔর মুন্ড কা কর্তা

কেউ ভাবতেই পারেন : চোরাগর্তে মোম
পাল্টাচ্ছে ১কাপ কসমিক্ চা

রাণী। তুমি যোনীব্যাকরণ লিখিয়াছো।মৌতাত
ব্যভিচারী কৈবল্য ঘোঁতঘোঁত
কেউকেউ বলিয়াছেন : সামাহালকে আত্মমৈথুন

কোন গুদে অপরাধ করলে।নাই বা ফ্ল্যাকচুয়েশন্

বিদেশি ওয়েবে দেখি : মাই চো্ষার পরিচয়
ছায়াটা দীর্ঘায়ত কুকুরের পোঁদ মেরে

একারণেই সাত্যকীর নবজন্ম

X! = Y j = আর্গন ওয়েলডিং

সরি। খোলা মাঈ।বহুরূপতী যোনি। পতপতপত্



অযান্ত্রিক
---------------------------------------------------------
ব্যক্তিগত (?) বোধে যপচিহ্ন বসিয়েছি
ভাবছি : নাম পাল্টানোর বিধ্বংসী খেলা
বাঁশি বাজালেও পূরণচাঁদের গল্পো
প্রমুখ ইস্তেহার।কোনো ইঁদুরকলের ফাঁদ
গুটিশুটি জুতো পরা শামুক ভাবছে আরো বেশী
কে বেশী উত্তপ্ত জারণ।সুলভসৌর বন্দিশ্
কে কতোটা গলবার পর জমাট মোমছাই
স্পষ্টত পালানোর পর বিবর্ণ চিঠির মোড়ক
চিড়িয়াখানার করাতকল = ইতিজ শিলালিপি

2 comments:

  1. Ranjan Chatterjee2 September 2017 at 21:45

    সহজ‌ে মন্তব্য করা যাব‌ে না। আবার ঘুর‌ে আসছ‌ি।

    ReplyDelete
  2. প্রত্যেকটিই দুর্দান্ত!

    ReplyDelete