Friday 1 September 2017

দিশারী মুখোপাধ্যায়

অন্বেষণ


ভাঙছি , নিজেকে ,নিজের আপনকে
নিজে তো একটা নই , বহুরূপে বহুরঙে
তাই ভাঙছি একটা একটা ,একটু একটু করে
বুলডোজার , গাঁইতি ,শাবল , হাতুড়ি
তারপর জল ও হাওয়ায়
ঘামে ও প্রেমে
হাতের কাছে রাখা আছে কনসেনট্রেটেড নাইট্রিক এ্যাসিড
ভাঙছি
প্রয়োজন হলে LHC-র সাহায্য নোবো
ভাঙছি
আশা রাখছি -
ভাঙতে ভাঙতে তোমাকে , তোকে ,আপনাকে , সবাইকে পাবো
প্রাইভেট টিচারের সাহায্যের দরকার হলে
যাবো তোমার কাছে ,তোমার পায়ের কাছে
তুমি রসায়নবিদ
ভাঙার সকল তথ্য আছে কেমিস্ট্রিতে ,কারণ
ঝরে যাওয়া ফুলের পাপড়ি জুড়ে দেওয়ার চেষ্টাতেও আছি





ওয়ারেন্ট


ঠিকানা না দিলেও আমি জানি
তুমি কোথায় থাকো
আর কোন কোন ঘরে তুমি আয়না রেখেছো
সাদা পায়রার পালক আকাশ থেকে আমার মাথায়
এখন সম্রাট না হ'য়ে তোমার উপায় কী
রঙিন কাগজের ঘুড়ি আকাশে উড়ছে
ফুলের বাগানে গান ভূমিষ্ঠ হচ্ছে
এখন সমুদ্রকে যদি চোখের মধ্যে আত্মগোপন করতে বলি
সে তাই করবে স্বচ্ছন্দে
আমি তোমার সমস্ত গৌরব
কাগজে এঁকেছি
এবারও  শীতের পর তীব্র বসন্ত

1 comment:

  1. ভুলটি সংশোধন করে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ । ভালো হোক অন্তহীন চলা ।

    ReplyDelete