Wednesday, 18 October 2017

ইন্দ্রনীল চক্রবর্তী

ইজেল 


তিরতিরে শীত এসে বাসা বাঁধে
হাতে পায়ে, পাখির ডানায়
অহল্যা কিশোরী চোখ মেলে,
বন্ধ্যা ডাঙায় সেচখাল আঁকা হলে
বেনামী ফুল আর জিরজিরে পোয়াতী কুকুর
পাশাপাশি শুয়ে থাকে হাড়হিম চাঁদডোবা রাতে....

তার সাথে কথা কি বা থাকে?
যে শুধু চেয়েছিল আদিগন্ত শস্যালু মাঠ
হাঁ-কপাট ভালবাসা, যতিহীন সংসারী গান!

এই বেশ নিশ্চুপে থাকা, দূরতম বাসনাবিলাস,
এই অবকাশ, 
এই মায়া আঁকা, আড়ালে আড়াল,
অন্যতর নক্ষত্রের দেশে, অন্যতর মানুষের বাস|

No comments:

Post a Comment