Wednesday, 18 October 2017

উজ্জ্বল ঘোষ

ভয়
 


দীর্ঘদিন পর, আবার অবসর
চোখ বুজে এল কথায় মায়ায়
এক হয়ে গেল ওষ্ঠ অধর...
স্পন্দনের যুগলমুক্তি তে সহসা বিস্ফোরণ
ছিটকে গেলি তুই
চোখের তারায় ভয়
কোথাও জঙ্গল নেই আশেপাশে
তবু বিষ-সরীসৃপ কাঁপাচ্ছে অন্তর...

             
ফেরানো যায় না
    
হাতেখড়ির "অ" অক্ষরের মত পবিত্র ছিলে তুমি। তারপর
কথা হলে
গালি
হিংস্র আওয়াজ
চিৎকার...
স্তব্ধতা...
ফেরানো গেল না আর তোমায়।

2 comments:

  1. অসাধারণ

    ReplyDelete
  2. ইতস্তত স্মৃতিগুলো আবার ভিড় করে এল। ভালো লাগল।

    ReplyDelete