Wednesday 18 October 2017

বিশ্বজিৎ বাউনা

দীপাবলী-সঙ্গী


যে আলো আর ফিরবে না , ফিরবে না কখনো
সেই স্মৃতি দিগন্তে কে ওড়ায় অচ্ছুৎ পাখি ?
সে ধারালো ক্ষণে কাটাকুটি হওয়া মনও
আজ তবে কোন ভ্রষ্ট-নীড়ে ছুঁড়ে ফেলে রাখি ?

পাথর থেকে মুগ্ধ জল নেমে যাওয়া স্রোতে
রোদ ভেঙে ভেঙে চলে গেছে দূরে , বাধ্য হয়ে ।
আজ আদর-ভাঙা আলোয় বাঁচি কোনোমতে
আর স্নায়ু-খরায় প্রত্যহ যাই ক্ষয়ে ক্ষয়ে ...

কাছে আসা অনাকাঙ্ক্ষিত দমকা হাওয়ায়
তছনছ উড়ে উড়ে জমে দু'বেলা এ বুকে ;
ভাগ্যের ছুরি আজ অদৃশ্যে খুব চমকায়
ক্রমশ তার নেমে আসা দিতে পারি না রুখে ।

দিন রাত আজ সহ্য করি আঁধারের ভঙ্গি ।
অপ্রেমে ভুগি । খুইয়েছি সে দীপাবলী-সঙ্গী ।



আলো-বিন্যাসে


ফেরৎ আঙুলে এখন দু'বেলা ঢুকে যাচ্ছে
দু'হাতে ঠেলে রাখা মোচড়ানো সকাল

পাখি-পাখি পঙক্তির ধারনায়
এখন রূপকথা-ভাঙা ছন্নছাড়া মেঘের প্রহর
                                 নুন-ছোঁয়া জোঁকের মতো..

না-ওড়া বালি কাঁধে থিতিয়ে সময়  ।

আমি তারপর সেই সন্ধিক্ষণে যা ভেবেছিলাম
তার বিপরীতে তরল তালুজুড়ে
                         মায়াবী ফাতনা হাসে ...


তবু , ক্রমশ আঁধারে তলিয়ে যাওয়া
 দিনরাত খুঁটে খুঁটে
  
 জীবন সাজাই এ আপেক্ষিক আলো-বিন্যাসে।

No comments:

Post a Comment