Wednesday 18 October 2017

রুদ্র বোস

কর্ণ-কুন্তী সংবাদ 



ওরা এখন বারো তেরো কিংবা হয়তো ষোলো
নাম ধরে নিন ফুলি খেঁদি টেঁপি নয়তো বুঁচি
বাপ মা কে তা জানা নেই
মাথার উপর কোনো ছাদ নেই
মেয়েছেলে-এটাই এদের ধর্ম এবং জাতি
প্ল্যাটফর্মে গাছের তলায় বাস
ছেঁড়া জামায় উদলা রোগা শরীর
পেয়ারা বুকে এই লেগেছে বয়স
তবুও এদের তিনটে দুটো বাচ্ছা
কে করেছে এমন কুকাজ
চমকে ওঠে সুশীল সমাজ
পারলে তাদের হাতেই কাটে মাথা

ওই যে যারা রিক্সা চালায়
মাথায় নিয়ে মোট বয়ে দ্যায়
কিংবা বেচে বাজারে বসে সবজি
তাদের মধ্যে যাদের লালসা তীব্র
ঘরে তাদের আস্ত গোটা মাগ তবুও
তারাই আসে হাতে নিয়ে খাবার
সকালে বিকালে দুবার তিনবার
আ তু তু ডাক দেয় খুব জোরে

খেঁদির পেটে খিদে যে আছে বেশ
ঠিক বুঝেছে খেতে গেলে খাবার হতে হয়
নইলে তারা পেঁদিয়ে দেখাবে বৃন্দাবন
এরাও তখন ঠিক যেন কুকুর পাগলা
পায়ের ফাঁকে গুঁজে দেয় খাড়া ডাণ্ডা
সব মিলিয়ে মিনিট পাঁচের কারবার

দিনের আলোয় চলছে এসব রোজ
কেই বা রাখে এসব নোংরা খোঁজ
এসব জানলেই উঁচু মাথা বরবাদ

চোওপ! মহান ভারত লিখছে কর্ণ-কুন্তী সংবাদ

No comments:

Post a Comment