Wednesday 18 October 2017

উদিত শর্মা



 দীপাবলি 
       

সারা শহর আলোর মালায় ডুবে গ্যাছে
আতশবাজি আর হাউইয়ের উচ্ছাস
এখানে আকাশ রঙিন নকশায় ----
রঙ্গোলির শোভাবর্ধন বহুতলে।

এই একটিমাত্র দিনেই মুদ্রা সুযোগ পায়
আকাশে ওড়বার ------ ইচ্ছামতো,
মানুষের মন আজ আলোর উৎসবে।

আমার প্রিয় গ্রাম এখনো বিজলী হীন
গড়ে তোলে ছোট্ট ছোট্ট মাটির তৈরি নকল বাড়ি
তার মাথায় থাকে মাটির প্রদীপ
আর থাকে ভালোবাসার আলপনা চারপাশে।

চোদ্দপ্রদীপ আলোকিত করে কুঁড়েঘর
আলোকচ্ছটায় উজ্বল করে মলিন মুখ

বাকিসব ঢাকা থাকে অন্ধকারে।

No comments:

Post a Comment