Wednesday 18 October 2017

সুকান্ত ঘোষাল


পাহাড়ি ফুল

টয়লেট ফ্রেশনারের হেডলাইনে ২৪×৭
ঢুকে পড়ে তড়িতাহত হাতি এবং
কিষানের ঘাম।

ঘাম তো সর্বত্রই ঝরে । চলতি পথে পা গুলির
প্রতি জুতোশিল্পীর সন্ধানী চোখ কিংবা
চষাজমিতে একমুঠো দুব্বোঘাসের 
সাহসী অবস্থান।

অবস্থান শব্দটিতে একটা জোরালো আঠা
থাকে। সেখানে আসন সংরক্ষণ আর 
পাহাড়ি ফুল দোল খায়। শ্মশানবৃক্ষের
পাতায় পাতায় কীটঘাতক না পাঠালে
আমাদের আর চলে না।
             
                                          

ব্যক্তিগত 


বিভ্রান্তিগুলো সাজানোর ক্ষেত্রে
আমার নিজের মধ্যে কোন দ্বিধা নেই
চেয়ার-কারের ভঙ্গিটি একান্ত ব্যক্তিগত

জরুরীবিভাগ এবং মেঘ
সংক্রমণের উঁচুস্বর অভিযানের ডায়ালে
কেমন বদলে যাচ্ছে বিভাজন

দৃশ্যহীন ঘোষকের নির্বান্ধব বর্ণশূন্যতায়
যেভাবে ঝুঁকে পড়েছে থেমে থাকা
ঘূর্ণনে অভিজাত চাবিদের বৃষ্টিস্নান

কেবল রাতগুলোকে স্তন্যপান করানোর
পরবর্তী পৃষ্ঠায় পেপারওয়েট
যখন কোন রাস্তা আমার নামে হল না
                
                                            

No comments:

Post a Comment