Wednesday 18 October 2017

দেবার্ঘ সেন

সমকম্পিত


দু 'জনের সামনে মুশলধারায় বৃষ্টি হচ্ছে।
পেছনের সমস্ত পথ বন্ধ।
বৃষ্টিতে ভিজলে প্রত্যাখান করতে পারে দুটি পরিবার।

দশবছর তারা এভাবেই দাঁড়িয়ে আছে ।
সব কটা নৌকো কাটা গেছে অশান্ত ভুল চালে।
জলের বিশ্লেষন রিপোর্ট খুইয়ে গেছে স্রোতে।

বৃষ্টিও থেমে গেছে অপরিসীম ক্লান্তিতে।
দুটো পরিবার শব্দচ্ছকের পেছন পাতায় সেরা পাত্রের খোঁজে।

দুজনে এখন বুঝতে শিখছে বৃষ্টি থেমে গেলেও সবসময় যে
অাকাশ পরিস্কার হবেই , এমন কোনও কথা নেই । 


তুর্কি


শাঁখ , তুমি চুম্বন নিয়ে যেও
যত চুম্বন লাগে আওয়াজ তুলতে গেলে।
দূরবীন, তোমায় শিলাজিৎ দেবো
আহত প্রেমিক ঘরে ফিরে এলে।

মোমবাতি তুমি আগুন চেওয়া না আর
মিছিলে শুধুই জ্বলেছো অর্থহীন।
বদলে আসেনি কোনওই প্রতিকার
বেড়েছে উল্টে আজাদ ঘাতক হিন্দ।

প্রুসিয়ান আর ক্রিমসনের অনু-সঙ্গমে
কালো, তোমার পাওনা গিয়েছে বেড়ে,
যতটুকু থাকে প্রাপ্ত অধিকার;
শিখিয়ে দিও কিভাবে তা, নিয়ে নিতে হয় কেড়ে। 

No comments:

Post a Comment