Wednesday 18 October 2017

সুদাম বেরা

দীপাবলি 

তুবড়ি জ্বালাবে না? 
আমার কাছে তুবড়ির মতো একটা পেট আছে - 
বারুদ নেই, খিদে আছে। 
দাউদাউ করে জ্বলে 
প্রত্যেক রাতে। 
এবারেও দীপাবলী হবে , 
প্রত্যেক রাতে যেমন হয়। 

রঙমশাল জ্বালাবে না? 
রঙ-বেরঙের শরীর আছে, 
মশাল তো আমাদের হাতে হাতে। 
মানুষ পেলেই জ্বালাবো। 
পুড়বে দাউদাউ করে - 
প্রতিদিন যেমন পুড়ে, 
আমার পাহাড়ে বা তোমার শহরে। 
এবারেও দীপাবলী হবে , 
প্রত্যেক দিন যেমন হয়। 
        

No comments:

Post a Comment