Wednesday, 18 October 2017

শাল্যদানী

আলো আমার
      


এ আলো অনেকদূর যায়
নক্ষত্রের পারে
ফোকাস যেন আকাশে মহাত্রাস
ছুঁতে পারবে বলে?
আলোতে রাজপথ
মেঘেতে বিজয়রথ
এবার ব্যালকোনিতে আসি
সিগারেট আগুনজ্বলা
আতসবাজি চোখে মুখেতে মাখি
মননে মণিতে সঙ্গ হোক ছাড়া
একটা স্ক্রিপ্ট হাতে
উড়িয়ে বাতাস চুল
দীপাবলিতে বলি দিয়েছি আলো
এইতো মহাসুখ
তুমিরা আলোতে মিশো
আমি জ্বলন্ত পিকাসো
উড়ে যায় ছাই অন্তরীক্ষ পথে...

No comments:

Post a Comment