Wednesday 18 October 2017

ইন্দিরা ব্যানার্জী



আসবে যদি


শীত; ধূসর বার্ধক্য বলিরেখায় কোঁকড়াবি তরুনী শরীর তো আয় না; জীবনচক্র-ঋতুচক্র আবর্তন কার অজানা; কিন্তু উপলক্ষ্য খুঁজিস কেন? তুই ও কি শিখে নিয়েছিস ধূর্ত মনুষ্যের মত জারিজুরি?

দু দিন ধরে পশ্চিমী ঝঞ্ঝায় অসময়ে ঘ্যানঘ্যানে বৃষ্টি; জানি এবার শিশির কুয়াশায় পরিবর্তিত হবে।

আসবি তো আয়; ছল ছাড়া আয়; খেজুর রসে-উলের কাঁটায়-মিঠে রোদে-বর্ণ গন্ধ স্বাদে আয়।
কৌশলে নয়....

No comments:

Post a Comment