Wednesday 18 October 2017

তমিজ উদ্‌দীন লোদী


নীল হয়ে যাচ্ছে সব 


আমি সবুজের খোঁজে যখন হন্যে হয়ে ফিরছি
তখন চারপাশে শুধু নীল
নীল হয়ে যাচ্ছে সব । নীল আকাশ,নীল সমুদ্র ।
নীল নিসর্গ , এমনকি শরীর ।
যারাই দক্ষিণের দিকে হাঁটছে তাদের সবাইকে মাড়াতে হচ্ছে
বিষকাটালির ঝোপ । হাতে ও পায়ে বেজে উঠছে শিকলের ঝনঝন ।
ক্রমশ শিরাগুলো নীল । ত্বকেও কালচে নীলের উল্কি ।
শঙ্কার আর্তিও সেন্সরের সুতোয় বাঁধা । কারা যেন সবকিছু
এঁটে রেখেছে নীল তমসুকে ।
'সত্য বলা মহাপাপ' এই ব্রতে মুখে কুলুপ এঁটে রেখেছে যারা
তারাও ক্রমশ সেঁধিয়ে যাচ্ছে নীল অন্ধকারে ।

No comments:

Post a Comment