Wednesday 18 October 2017

তুষারকান্তি রায়

আভোগ



একটা অস্থায়ী আভোগ বয়ে যাচ্ছে সেতারী আঙ্গুলে।
শতাব্দী প্রাচীন অথচ বহমান,
     যেন টিনের বাক্সে পড়ে থাকা কবেকার আলাদিন,
                          অক্ষরের জাদুকাঠি।
ক্লোজ- সার্কিড ক্যামেরায় আবছা বেথেলহেমের রাত্রি,
ক্রুশিফাইডের শব্দ!মেগাপিক্সেল মাখানো ছবি ,
  আহা !মিহি শাসাঘাতে ঢাকা
                    পুরনো অসুখ,
নাগচাঁপা বনে শৃঙ্গার মুদ্রায় ফুটিয়েছে মহাভৃঙ্গরাজ!

ব্যাকগ্রাউন্ডে চাবুক, ঘোড়ার চিঁ হিঁ হিঁ …

No comments:

Post a Comment