Wednesday 18 October 2017

বীরেন্দ্রনাথ সপ্তসিন্ধু

লোকাল ট্রেনের মেয়ে
                   

 একটা মেয়ে সুখ বেচে খায়  দুরন্ত এক্সপ্রেসে,
 সেই মেয়েটাই দুঃখ নিয়ে বাড়ি ফিরে আসে
      বাড়ি ফেরে সে বনগাঁর লোকালে।
সেই মেয়েটাই সুখ বেচতে চড়েছে রাজধানী
তার কাছে আমরা প্রেমের সুর কিনে আনি,
শুনেছি সে সারঙ্গের সুর লুকিয়ে গায় ভোকালে।

সেই মেয়েটার ট্রেনের মাঝে ভিড় হয়না আর
সুপার ফাস্টে পালিয়েছে তার ডেলি প্যাসেঞ্জার
               কাকে মেয়ে বেচবে সুখ স্নেহ?
      মেয়ে বলে, এখন আমি যে স্টেশনে আছি-
রেল কোম্পানি ষ্টেশনের নাম রেখেছে সোনাগাছি।
   একদিন দেখি সেই মেয়েটার ট্রেনে কাটা দেহ।

No comments:

Post a Comment