Wednesday, 18 October 2017

পরান জহির

মনাই দ্বীপ 



জেগে থাকা সেই দ্বীপ
মনাই দ্বীপ।
বোবাচোখে দেখে যায় জোয়ার ভাঁটার খেলা
অশান্ত সমুদ্রের তর্জন গর্জন
শান্ত সমুদ্রের মৃন্ময়ী জল...
আর কাল থেকে কালান্তরে ভেসে যাওয়া ভেলা.....
জনহীন প্রান্তরে একা নিশ্চুপ দাড়িয়ে
চারপাশে সমুদ্রের থৈ থৈ জল....

No comments:

Post a Comment