Wednesday 18 October 2017

হরিৎ বন্দ্যোপাধ্যায়




কী বলবে



আমার ঠাকুর নেই
তোমার ঠাকুর আছে

আমার গরম পছন্দ
তোমার পছন্দ শীত

এটাই তো স্বাভাবিক ।

তোমার পছন্দকে আমি সম্মান করি
তোমার ঠাকুরকে আমায় কেন ভালবাসতে হবে ?

যদি তোমার উত্তরের অভিযানের সামনে
কেউ বাধা হয়ে দাঁড়িয়ে বলে ----- চলো দক্ষিণে

কী বলবে তুমি ?


                         

বিকেলের গল্প





দিতির অপেক্ষায় রোজ বিকেলের বারান্দায়

যেদিন আমি হাসতে হাসতে
বিকেলের বারান্দায় আসি
সেদিন দেখি বিকেলও হাসছে

যেদিন আমি মনখারাপের বিকেলে
সেদিন বিকেলের চোখে জল

যেদিন টান্ টান্ হয়ে বিকেলের বারান্দায় দাঁড়াই
সেদিন বিকেলের মুষ্ঠিবদ্ধ হাতে প্রতিরোধের আগুন

প্রতিটি অন্য অন্য বিকেলের গল্প
এরা সবাই দিতিকে চেনে ।

No comments:

Post a Comment