Wednesday 18 October 2017

রিম্পা নাথ


 বিক্ষিপ্ত রজনীগন্ধা
                   

দূর থেকে হাত টিপে টিপে পিঁপড়ে মারছি
গোল গোল গ্লাসের দাগ চোখে মিষ্টি চুষছে
লেবুপাতায় এখন আপ তেমন গন্ধ নেই
বিক্ষিপ্ত রজনীগন্ধা থেকে সাদা রশ্মি
জামার বোতাম গুলোতে গর্ত দেখছে
আপাতভাবে গাছগুলোকে দেখতে মানুষ লাগে
এর জন্য ফুলারিন চোখের দরকার হয়
বেশ কয়েকদিন ধরে ফেরিওয়ালা সেজে স্বপ্ন বেচছি
এখনও কেউ হাতে চিমটি কাটলোনা ।


 কৌটো ভর্তি দুঃখ
               

আঙুলের ঠিক উল্টো বরাবর একটা পিঁপড়ে এগিয়ে আসছে
যেভাবে ধীরে ধীরে বৃষ্টির দানা একটা টবের প্রতি অধিকার টানে
শূন্য মাটি।হারানো গাছ।ফুল তো দূরের ব্যাপার
ভাঙা চোখে কবেই পাখিটা জেরক্স হয়ে আছে
মাইক্রোস্কপিক ঢেউ তুলতুলে রোদে চুল শুকায়
প্লাস্টিক পাতা থেকে থেকে পুকুর চেবায়
কোনোভাবেই আর সমুদ্র দেখব না
কৌটো ভর্তি দুঃখগুলোতে এভাবেই দেশলাই ঠুকবো ।

1 comment:

  1. আপনার মন্তব্য লিখুন...অনবদ্য দিদি|

    ReplyDelete