Wednesday 18 October 2017

রণজিত্ পাণ্ডে

একটি মানবিক ধারালো ব্লেড


আগামীর জালে লটকে রয়েছে ভবিতব্য
         এবং পরবর্তী জেনারেশনের গলা

রাজনীতিক কিংবা আস্তিক ডেরায়
 নীচে নামার লম্বা লাইন
       অথবা সময় ও সুযোগের ওৎ পাতা বেশ্যালয়
এবং তার ঠিক উপরেই একটি শান্ত চিলেকোঠা

আমি যখন ঘিলু ও জুতো খুলে
     প্রবেশ করতে যাচ্ছিলাম সেখানেই
দেখলাম
অনেকেই জ্যামিতি ভাঙা ডিপ্রেশনে বেঁচে আছে
তাই কান্নার কথা ভাবি না কো

নির্দ্বিধায় তখন ঘুমিওপ্যাথি স্বপ্নে খুঁজি নিরামিষ রুটি
      কিংবা একটি মানবিক ধারালো ব্লেড




যেভাবে আঘাত করলে


দেবদূতেদের ঘুম বালিশেই
      মৃত্যুর ভুলে প্রেরিত ছিলাম                               যেখানে বিদ্রুপের অন্তহীন পথ                                            এবং সম্পর্ক ও তিলের কার্যকারিতা ভিন্ন নয়

সেই বিশ্বাসে গাধা বোঝা বয়লেও
    হোঁচট খাচ্ছে মানবতা
কারণ ভোরের ভ্রমণটুকু ছেঁটে ফেললে
                     বাকি সব অবান্তর

তোমার মন কে শাসন কর
      ইস্তাহারের লুঠেরার বেশে
              ডুবে যাচ্ছ ইউ টিউবের নীলে
অতএব বনসাই কোপে পাল্টে নাও নিজেকে
যেভাবে আঘাত করলে ধ্বংস থেমে যায়
     কিংবা বেঁচে থাকে মানবিক চুম্বন
-------------------------------------------------------------

No comments:

Post a Comment