Wednesday 18 October 2017

সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

এক্সপেরিমেন্টাল— ৭
   


জ্যামিতি বুঝিনা ৷ ওসব শরীরি ভাষায় যতটা না বৃত্ত তার থেকেও বেশি বৃত্ত ক্রশ করে ব্যাসার্ধ বাড়ানোর প্রয়াস ৷ যতটা বাড়ালে শিকড়ের গাণিতিক সমাধান পর্ণমোচী বৃক্ষ তৈরি করে ঠিক ততটাই ৷




        এক্সপেরিমেন্টাল— ৮
   



বাঁকা রাস্তার একপাশে যদি সোজা হয়ে দাঁড়াও তাহলে দেখা যাবে মেরুদন্ড ক্রমশ রাস্তার বুক চিড়ে বেরিয়ে যায় ৷ আমাদের সরলতা যদি অমেরুদন্ডী হয় তাহলে কি বা প্রয়োজন সোজা পথের ?

    আসলে দাঁড়িয়ে থাকা আর সরলতার সাথে ব্যাস্তানুপাতিক সম্পর্ক হাজার বছরের পথ হঁটার ৷

No comments:

Post a Comment