Wednesday 18 October 2017

বিপ্লব সরকার

সহজাত প্রবৃত্তি 

           


নদীটির সঙ্গে আমার রোজ রাতে খুনসুটি হয়
ভাইব্রেশনে রাখা মুড থেকে তখন
বেজে ওঠে রিংটোন
একটা বিদেহী সুরে পাঠানো সংকেত
অগোছালো তার । তারের জিলিপি
প্রতিবিম্বিত কাঁচের অভ্যন্তরে আছড়ে পড়ে
                                                        ঢেউ
এমন সময় ঠিক নিউটনের তৃতীয় গতিসূত্র
অর্থাৎ সমান ও বিপরীত প্রতিক্রিয়া খুঁজতে
আমারও সংবেদনশীলতায় এসে জমতে থাকে
                                        সারি সারি জিজ্ঞাসা
প্রকাণ্ড লাল টিপ-টার মারফত ভাবি একটা চিঠি পাঠাবো
সেখানে লেখা থাকুক -- বিনিদ্র রাত। রাতের ঘাম
নদী বুঝে নিক প্রেমেরও কিছু সহজাত প্রবৃত্তি থাকে

No comments:

Post a Comment